আইপিএল ২০২৪ সময়সূচী ও দল | IPL 2024 Schedule
আইপিএল ২০২৪ সময়সূচী ও দল | IPL 2024 Schedule
Indian Premier League (IPL) বর্তমানে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে। প্রতি বছর এই লিগের নতুন কোন আসর আসলেই ক্রিকেট পাড়ায় মাতামাতি শুরু হয়ে যায়। আইপিএল ২০২৪ আসর বা আইপিএলের ১৭ তম আসরও তার ব্যাতিক্রম না।আইপিএল ২০২৪ সময়সূচী ও দল ইত্যাদি সম্পর্কে জানাতে চেয়েছেন আপনারা।
আইপিএল ২০২৪ সময়সূচী ও দল | IPL 2024 Schedule |
IPL 2024 Schedule দল ভেন্যু স্কোয়াড সকল কিছু নিয়ে আলোচনা করা হবে। তাই আইপিএল ২০২৪ সময়সূচি ও দল সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
আইপিএল ২০২৪, IPL 2024
আইপিএল ২০২৪ আসর হলো IPL এর ১৭তম আসর। ২০২৪ সালের মার্চ থেকে মে পর্যন্ত এই লিগ মাঠে গড়াবে বলে নিশ্চিত করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২৪ আইপিএলের টাইটেল স্পনসর হলো টাটা কোম্পানি। নিচে সংক্ষিপ্ত আকারে IPL 2024 সম্পর্কে ধারণা দেওয়া হলো,
টুর্নামেন্ট | আইপিএল ২০২৪ |
সময়সূচি | ২২ মার্চ - ২৬ মে ২০২৪ |
মোট ম্যাচ | ৭৪ টি |
আয়োজক দেশ | ভারত |
অংশগ্রহণকারী দল | ১০ টি |
নিয়ন্ত্রণ সংস্থা | বিসিসিআই এবং IPL গর্ভানিক কাউন্সিল |
অ্যাওয়ার্ড | ৪৬.৫ কোটি রুপি |
আইপিএল ২০২৪ দল
আইপিএল ২০২৪ আসরে মোট ১০ টি দল অংশগ্রহণ করবে। যদিও আইপিএল কর্তৃপক্ষ গতবছর দল বাড়ানোর ইঙ্গিত দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ১০ দলকে নিয়েয় হচ্ছে ২০২৪ আইপিএল। 2024 IPL Team list নিচে দেওয়া হলো,
মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটলস, রাজস্থান রয়েলস, সানরাইজার্স হায়দ্রাবাদ, লখনউ সুপার জায়ান্টস, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স।
আইপিএল ২০২৪ অধিনায়ক তালিকা
আপনারা অনেকেই আইপিএল ২০২৪ আসরে অংশগ্রহণ করা দলগুলোর অধিনায়ক তালিকা জানতে চান। তাই আপনাদের কথা মাথায় রেখে নিচে IPL 2024 Captain List দেওয়া হলো। একনজরে দেখে নিন আপনার প্রিয় দলের অধিনায়ক হিসেবে কে খেলেছে,
IPL 2024 দলের নাম | অধিনায়ক |
মুম্বাই ইন্ডিয়ান্স | রহিত শার্মা |
কলকাতা নাইট রাইডার্স | শ্রেয়াস আইয়ার |
চেন্নাই সুপার কিংস | মাহেন্দ্র সিং ধোনি |
পাঞ্জাব কিংস | মায়াঙ্কা আগরাওয়াল |
দিল্লি ক্যাপিটলস | রিশাব পান্থ / ডেভিড ওয়ার্নার |
রাজস্থান রয়েলস | সানজু স্যামসন |
সানরাইজার্স হায়দ্রাবাদ | কেন উলিয়ামসন |
লখনউ সুপার জায়ান্টস | কেএল রাহুল |
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | ভিরাট কোহলি |
গুজরাট টাইটান্স | হার্দিক পান্ডিয়া |
আইপিএল ২০২৪ ভেন্যু তালিকা
সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে আইপিএল ২০২৪ ভারতে অনুষ্ঠিত হবে। যদিও এর আগে আইপিএল ভারতের বাহিরে কোথাও অনুষ্ঠিত হবে বলে গুঞ্জন উঠেছিল। তবে এখন ভারতের মাঠিতে আইপিএল ২০২৪ আসর আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে আইপিএল গর্ভানিং কাউন্সিল।
আইপিএল যেহুত হোম ও অ্যাওয়ে সিস্টেমে খেলা হয় তাই ২০২৪ আইপিএলও দশ টি দলের ১০ টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। নিচে আইপিএলের ১০ টি ভেন্যু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো,
শহর | আইপিএল ভেন্যু 2024 |
দিল্লি | অরুন জেটলি স্টেডিয়াম |
মুম্বাই | ওয়াংখেড়ে স্টেডিয়াম |
হায়দ্রাবাদ | রাজিব গান্ধী স্টেডিয়াম |
চেন্নাই | এম এ চিদাম্বরম স্টেডিয়াম |
কলকাতা | ইডেন গার্ডেন |
আহমেদাবাদ | নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম |
মোহালি | পাঞ্জাব ক্রিকেট বিন্দ্রা স্টেডিয়াম |
বেঙ্গালুরু | এম চিন্নাস্বামী স্টেডিয়াম |
গোহাটি | বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়াম |
লৌকনউ | অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়াম |
ধর্মশালা | হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম |
আইপিএল ২০২৪ সময়সূচী, IPL 2024 Schedule
IPL 2024 Schedule ঘোষণা করেছে আইপিএল কর্তৃপক্ষ। ঘোষিত সময়সূচি অনুযায়ী আইপিএল ২০২৪ আগামী ২২ মার্চ শুরু হয়ে আগামী ২৬ মে শেষ হবে। আইপিএল ২০২৪ উপলক্ষে অংশগ্রহণ করা দলগুলো সবধরনের প্রস্তুতি শেষ করছে। IPL 2024 পূর্ণাঙ্গ সময়সূচি ধাপে ধাপে সময়সূচি প্রকাশ করা হবে। আইপিএল ২০২৪ আসরের সর্বশেষ সময়সূচি নিচে দেওয়া হলো,
ম্যাচ নং. | তারিখ | দল | সময় (বিডি) |
---|---|---|---|
১ | ২২ মার্চ, ২০২৪ | চেন্নাই সুপার কিংস বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর | ৮:০০ পিএম |
২ | ২৩ মার্চ, ২০২৪ | পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটলস | ৪:০০ পিএম |
৩ | ২৩ মার্চ, ২০২৪ | কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজাস হায়দরাবাদ | ৮:০০ পিএম |
৪ | ২৪ মার্চ, ২০২৪ | লখনউ সুপার জায়ান্ট বনাম রাজস্থান রয়েলস | ৪:০০ পিএম |
৫ | ২৪ মার্চ, ২০২৪ | গুজরাট টাইটান্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স | ৮:০০ পিএম |
৬ | ২৫ মার্চ, ২০২৪ | পাঞ্জাব কিংস বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর | ৮:০০ পিএম |
৭ | ২৬ মার্চ, ২০২৪ | গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস | ৮:০০ পিএম |
৮ | ২৭ মার্চ, ২০২৪ | সানরাইজাস হায়দারাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ান্স | ৮:০০ পিএম |
৯ | ২৮ মার্চ, ২০২৪ | দিল্লি ক্যাপিটলস বনাম রাজস্থান রয়েলস | ৮:০০ পিএম |
১০ | ২৯ মার্চ, ২০২৪ | কলকাতা নাইট রাইডার্স বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর | ৮:০০ পিএম |
১১ | ৩০ মার্চ, ২০২৪ | পাঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্ট | ৮:০০ পিএম |
১২ | ৩১ মার্চ, ২০২৪ | সানরাইজাস হায়দারাবাদ বনাম গুজরাট টাইটান্স | ৪:০০ পিএম |
১৩ | ৩১ মার্চ, ২০২৪ | দিল্লি ক্যাপিটলস বনাম চেন্নাই সুপার কিংস | ৮:০০ পিএম |
১৪ | ১ এপ্রিল, ২০২৪ | রাজস্থান রয়েলস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স | ৮:০০ পিএম |
১৫ | ২ এপ্রিল, ২০২৪ | লখনউ সুপার জায়ান্ট বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর | ৮:০০ পিএম |
১৬ | ৩ এপ্রিল, ২০২৪ | কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটলস | ৮:০০ পিএম |
১৭ | ৪ এপ্রিল, ২০২৪ | পাঞ্জাব কিংস বনাম গুজরাট টাইটান্স | ৮:০০ পিএম |
১৮ | ৫ এপ্রিল, ২০২৪ | সানরাইজাস হায়দারাবাদ বনাম চেন্নাই সুপার কিংস | ৮:০০ পিএম |
১৯ | ৬ এপ্রিল, ২০২৪ | রাজস্থান রয়েলস বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর | ৮:০০ পিএম |
২০ | ৭ এপ্রিল, ২০২৪ | মুম্বাই ইন্ডিয়ান বনাম দিল্লি ক্যাপিটলস | ৪:০০ পিএম |
২১ | ৭ এপ্রিল, ২০২৪ | লখনউ সুপার জায়ান্ট বনাম গুজরাট টাইটান্স | ৮:০০ পিএম |
ম্যাচ নং | তারিখ | দল | সময় বিডি |
---|---|---|---|
২২ | ৮ এপ্রিল, ২০২৪ | কলকাতা বনাম চেন্নাই সুপার কিংস | ৮:০০ পিএম |
২৩ | ৯ এপ্রিল, ২০২৪ | পাঞ্জাব কিংস বনাম সানরাইজর্স হায়দরাবাদ | ৮:০০ পিএম |
২৪ | ১০ এপ্রিল, ২০২৪ | গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়েলস | ৮:০০ পিএম |
২৫ | ১১ এপ্রিল, ২০২৪ | মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরু | ৮:০০ পিএম |
২৬ | ১২ এপ্রিল, ২০২৪ | লখনউ সুপার জায়ান্ট বনাম দিল্লি ক্যাপিটলস | ৮:০০ পিএম |
২৭ | ১৩ এপ্রিল, ২০২৪ | পাঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়েলস | ৮:০০ পিএম |
২৮ | ১৪ এপ্রিল, ২০২৪ | লখনউ সুপার জায়ান্ট বনাম কলকাতা নাইট রাইডার্স | ৪:০০ পিএম |
২৯ | ১৪ এপ্রিল, ২০২৪ | মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস | ৮:০০ পিএম |
৩০ | ১৫ এপ্রিল, ২০২৪ | সানরাইজর্স হায়দরাবাদ বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরু | ৮:০০ পিএম |
৩১ | ১৬ এপ্রিল, ২০২৪ | গুজরাট টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটলস | ৮:০০ পিএম |
৩২ | ১৭ এপ্রিল, ২০২৪ | রাজস্থান রয়েলস বনাম কলকাতা নাইট রাইডার্স | ৮:০০ পিএম |
৩৩ | ১৮ এপ্রিল, ২০২৪ | মুম্বাই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংস | ৮:০০ পিএম |
৩৪ | ১৯ এপ্রিল, ২০২৪ | লকনউ সুপার জায়ান্ট বনাম চেন্নাই সুপার কিংস | ৮:০০ পিএম |
৩৫ | ২০ এপ্রিল, ২০২৪ | সানরাইজর্স হায়দরাবাদ বনাম দিল্লি ক্যাপিটলস | ৮:০০ পিএম |
৩৬ | ২১ এপ্রিল, ২০২৪ | রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরু বনাম কলকাতা নাইট রাইডার্স | ৪:০০ পিএম |
৩৭ | ২১ এপ্রিল, ২০২৪ | গুজরাট টাইটান্স বনাম পাঞ্জাব কিংস | ৮:০০ পিএম |
৩৮ | ২২ এপ্রিল, ২০২৪ | মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়েলস | ৮:০০ পিএম |
৩৯ | ২৩ এপ্রিল, ২০২৪ | লকনউ সুপার জায়ান্ট বনাম চেন্নাই সুপার কিংস | ৮:০০ পিএম |
৪০ | ২৪ এপ্রিল, ২০২৪ | গুজরাট টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটলস | ৮:০০ পিএম |
৪১ | ২৫ এপ্রিল, ২০২৪ | রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদ | ৮:০০ পিএম |
৪২ | ২৬ এপ্রিল, ২০২৪ | কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস | ৮:০০ পিএম |
৪৩ | ২৭ এপ্রিল, ২০২৪ | মুম্ববাই ইন্নাডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটলস | ৪:০০ পিএম |
৪৪ | ২৭ এপ্রিল, ২০২৪ | রাজস্বান রয়েলস বনাম লখনউ সুপার জায়ান্ট | ৮:০০ পিএম |
৪৫ | ২৮ এপ্রিল, ২০২৪ | রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরু বনাম গুজরাট টাইটান্স | ৪:০০ পিএম |
৪৬ | ২৮ এপ্রিল, ২০২৪ | চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ | ৮:০০ পিএম |
৪৭ | ২৯ এপ্রিল, ২০২৪ | কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটলস | ৮:০০ পিএম |
আইপিএল ২০২৪ আসরের পরবর্তী ম্যাচগুলোর আপডেট দেওয়া হবে।
আইপিএল ২০২৪ প্লেয়ার লিস্ট
আইপিএল ২০২৪ এ অংশগ্রহণ করা দল গুলো কেমন স্কোয়াড সাজিয়েছে কেমন হচ্ছে তাদের দলীয় পজিশন এখন আমরা এই সম্পর্কে সকল কিছু জানব। আইপিএল ২০২৪ আসরকে সামনে রেখে গত ডিসেম্বরে আইপিএল ২০২৪ এর মিনি নিলাম অনুষ্ঠিত হয়। এই নিলাম থেকে আইপিএল অংশগ্রহণ করা দলগুলো তাদের প্লেয়ার কিনেছে।
আইপিএল মিনি নিলাম শেষে অংশগ্রহণ করা দলগুলো কেমন স্কোয়াড সাজালো চলুন তা জেনে নেই।
আইপিএল ২০২৪ প্লেয়ার লিস্ট রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
লকি ফার্গুসন, আলজারি জোসেফ, ইয়াশ দয়াল, টম কারান, স্বপ্নীল সিং ও সৌরভ চৌহান, বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক, মোহম্মদ সিরাজ, রজত পাতিদার, রিস টপলি, উইল জ্যাকস, সূয়াশ প্রভুদেশাই, অনুজ রাওয়াত, মাহিপাল লমরোর, মনোজ ভান্ডাগে, কার্ন শর্মা, মায়াঙ্ক ডাগার, রাজন কুমার, আকাশ দীপ, হিমাংশু শর্মা ও বিশাখ বিজয়কুমার।
আইপিএল ২০২৪ প্লেয়ার লিস্ট দিল্লি ক্যাপিটালস
অক্ষর প্যাটেল, ডেভিড ওয়ার্নার, কুলদীপ যাদব, মিচেল মার্শ, অভিষেক পোরেল, অ্যানরিখ নরকিয়া, ইশান্ত শর্মা, ললিত যাদব, লুঙ্গি এনগিদি, ইয়াশ ধুলমুকেশ কুমার, প্রবীণ দুবে, ঋষভ পান্ত, পৃথ্বী শ, সৈয়দ খালিল আহমেদ ও ভিকি ওস্টওয়াল, শাই হোপ, হ্যারি ব্রুক, ট্রিস্টিয়ান স্টাবস, রিকি ভুঁই, কুমার কুশারগা, রাশিখ ধার, ঝাই রিচার্ডসন, সুমিত কুমার ও স্বস্তিক চিকারা।
আইপিএল ২০২৪ প্লেয়ার লিস্ট মুম্বাই ইন্ডিয়ান্স
হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ইশান কিশান, ডেওয়াল্ড ব্রেভিস, তিলক ভার্মা, জসপ্রীত বুমরাহ, টিম ডেভিড, বিষ্ণু বিনোদ, অর্জুন টেন্ডুলকার, স্যামস মুলানি, নেহাল ওয়াধেরা, কুমার কার্তিকিয়া, পীযূষ চাওলা, রোমারিও শেফার্ড আকাশ মাধওয়াল ওজেসন বেহরেনডর্ফ, দিলশান মাদুশঙ্কা, মোহাম্মদ নবি, জেরাল্ড কোয়েতজে, নুয়ান থুসারা, শ্রেয়াস গোপাল, নোমান ধীর, আনশুল কাম্বোস ও শিবালিক শর্মা।
আইপিএল ২০২৪ প্লেয়ার লিস্ট কলকাতা নাইট রাইডার্স
নীতিশ রানা, শ্রেয়াস আইয়ার, জেসন রয়, রিঙ্কু সিং, রহমানুল্লাহ গুরবাজ, সুনীল নারিন, সুহাশ শর্মা, অনুকুল রায়, ভেঙ্কেটেস আইয়ার, হার্শিত রানা, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল ও বৈভব অরোরা, মিচেল স্টার্ক, মুজিব উর রহমান, চেতন সাকারিয়া, কেএস ভরত, আঙ্কুর রাঘুবংশী, রমনদীপ সিং, শারফান রাদারফোর্ড, মানিষ পাণ্ডে, গাস অ্যাটকিনসন, সাকিব হোসেন।
আইপিএল ২০২৪ প্লেয়ার লিস্ট সানরাইজার্স হায়দরাবাদ
প্যাট কামিন্স, ট্রাভিস হেড, জয়দেব উনাদকাট, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আকাশ সিং, ঝাতাভেদ সুব্রীমানিয়েন, আবিদন মুশতাক ও নান্দ্রে বার্গার, গ্লেন ফিলিপস, এইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠি, হেনরিখ ক্লাসেন, মায়াঙ্ক আগারওয়াল, আনমলপ্রীত সিং, আব্দুল সামাদ, উপেন্দ্র সিং যাদব, নীতিশ কুমার রেড্ডি, শাহবাজ আহমেদ, অভিষেক শর্মা, মার্কো জেনসেন, ওয়াশিংটন সুন্দর, সনভীর সিং, ভুবনেশ্বর কুমার, থাঙ্গারাসু নাটারাজন, মায়াঙ্ক মার্কান্ডে, উমরান মালিক ও ফজল হক ফারুকি।
আইপিএল ২০২৪ প্লেয়ার লিস্ট গুজরাট টাইটান্স
শুভমান গিল, ডেভিড মিলার, ম্যাথু ওয়েড, কেন উইলিয়ামসন, রশিদ খান, জশ লিটল, ঋদ্ধিমান সাহা, অভিনব মনোহর, সাই সুদর্শন, দর্শন নালকান্ডে, বিজয় শঙ্কর, জয়ন্ত যাদব, রাহুল তেওয়াটিয়া, মোহাম্মদ শামি, সাই কিশোর, মোহিত শর্মা ও নুর আহমেদ, উমেশ যাদব, আজমতউল্লাহ ওমরজাই, শাহরুখ খান, কার্তিক তিয়াগী, মানব সুথার, স্পেন্সার জনসন, রবিন মিন্স ও সুশান্ত মিশ্রা।
আইপিএল ২০২৪ প্লেয়ার লিস্ট লখনউ সুপার জায়ান্টস
ক্রুণাল পান্ডিয়া, প্রিয়াঙ্ক মানকাড়, ইয়াশ ঠাকুর, অমিত মিশ্র, মায়াঙ্ক যাদব, মহসিন খান ও যুধবীর সিং, ডেভিড উইলি, শিভাম মাভি, আরশিন কুলকার্নি, মানিমারান সিদ্ধার্থ, অ্যাস্টন টার্নার, আরশাদ খান, লোকেশ রাহুল, কুইন্টন ডি কক, নিকোলাস পুরান, মার্ক উড, আইয়ুশ বাদোনি, কাইল মেয়ার্স, দীপক হুডা, দেবদূত পাডিকাল, রবি বিষ্ণোই ও নাভিন উল হক।
আইপিএল ২০২৪ প্লেয়ার লিস্ট রাজস্থান রয়্যালস
রভম্যান পাওয়েল, শিভাম দুবে, টম কোহলার-ক্যাডমোর, সাঞ্জু স্যামসন, জস বাটলার, যশস্বী জায়সাওয়াল, অ্যাডাম জাম্পা, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, প্রসিধ কৃষ্ণা, কুলদীপ সেন, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, যুবেন্দ্র চাহাল, রায়ান পরাগ, ডোনোভন ফেরেইরা, কুণাল রাঠোর, রবিচন্দ্রন অশ্বিন, আভেষ খান ও নবদীপ সাইনি।
আইপিএল ২০২৪ প্লেয়ার লিস্ট পাঞ্জাব কিংস
শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, কাগিসো রাবাডা, জিতেশ শর্মা, প্রভসিমরান সিং, ম্যাথু শর্ট, হারপ্রীত ভাটিয়া, অথর্ভ টাইডে, রিশি ধাওয়ান, স্যাম কারান, সিকান্দর রাজা, লিয়াম লিভিংস্টোন, গুরনুর সিং ব্রার, শিভম সিং, রাহুল চাহার, আর্শদীপ সিং, হারপ্রীত ব্রার, বিদ্বথ কাভেরাপ্পা, ন্যাথান এলিস, রাইলি রুশো, ক্রিস ওকস, হার্শাল প্যাটেল, আশুতোষ শর্মা, বিশ্বনাথ সিং, তনয় থাগারাজন, প্রিন্স চৌধুরি ও শশাংক সিং।
আইপিএল ২০২৪ প্লেয়ার লিস্ট চেন্নাই সুপার কিংস
মহেন্দ্র সিং ধোনি, ডেভন কনওয়ে, মিচেল স্যান্টনার, তুষার দেশপান্ডে, আজিঙ্কা রাহানে, শিভম দুবে, মঈন আলী, রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গায়কোয়াড়, দীপক চাহার, মাহেশ থিকশানা, মাথিশা পাথিরানা, নিশান্ত সিন্ধু, প্রশান্ত সোলাঙ্কি, রাজবর্ধন হাঙ্গারগেকার, অজয় মন্ডল, মুকেশ চৌধুরি, সিমারজিৎ সিং, শেখ রশিদ, মুকেশ বরুণ, মুস্তাফিজুর রহমান, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, শার্দুল ঠাকুর, আভানিশ রাও ও সামির রিজভী।
আইপিএল ২০২৪ সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর
2024 সালের আইপিএলে কয়টি দল খেলবে?
2024 সালের আইপিএলে মোট ১০ টি দল অংশগ্রহণ করবে।
IPL 2024 কত তারিখ?
আইপিএল ২২ মার্চ ২০২৪
আইপিএল 2024 কোথায় দেখা যাবে?
আইপিএল 2024 Star sports network এ দেখা যাবে।
আইপিএলে সবচেয়ে দামি প্লেয়ার কে 2024?
আইপিএল ২০২৪ আসরে সবচেয়ে দামি খেলোয়াড় হলেন পেট কামিন্স। 2024 আইপিএল নিলামে তার দাম উঠছে ২০.৫ কোটি রুপি যা আইপিএলের অলটাইম ইতিহাসে সবচেয়ে বেশি।
নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url